এক নজরে উপজেলা রিসোর্স সেন্টার, পুঠিয়া, রাজশাহী এর তথ্য কণিকাঃ
- প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন প্রাথমিক শিক্ষার অবকাঠামোতে উপজেলা রিসোর্স সেন্টার একটি নবতর সংযোজন। শিক্ষকবান্ধব এই প্রতিষ্ঠানটি প্রাথমিক শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে 2002 সালে পুঠিয়া উপজেলায় প্রতিষ্ঠিত হয়। প্রাথমিক শিক্ষায় ইহা একটি সম্পূর্ণ স্বাধীন ও স্বতন্ত্র সরকারি প্রতিষ্ঠান যা শিক্ষকসহ প্রাথমিক শিক্ষার সাথে জড়িত সকলের জন্য একাডেমিক সেবা প্রদানকারী সংস্থা (মিনি পিটি্আই) হিসাবে পরিচিত ও বিবেচিত।উপজেলা পযায়ে শিক্ষক, প্রাথমিক শিক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তা এবং এসএমসি সদস্যদের শিক্ষণ ও শিক্ষণও শিক্ষণ ক্ষেত্রে কাযকর দক্ষতা উন্নয়ন ও সহায়তা বৃদ্ধির জন্য সরাসরি প্রশিক্ষণ ও ওরিয়েন্টশন প্রদান, বিভিন্ন বিষয় ভিত্তিক প্রশিক্ষণ ও তা শ্রেণিকক্ষে বাস্তবায়ন, পরিবীক্ষণ ও প্রয়োজনে সঞ্জিবনী প্রশিক্ষনের আয়োজন,কারিগরি সহায়তা প্রদান, তথ্য সরবরাহ ওগ্রন্থাগার/ইকুপমেন্ট সংক্রান্ত সুবিধা প্রদান ইত্যাদি কার্য়ক্রমের জন্যই উপজেলা রিসোর্স সেন্টার প্রতিষ্ঠিত।
অত্র উপজেলায় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা 90 (নব্বই) টি। {পূর্বের সরকারী 51 (একান্ন) টি 01/01/2013খ্রি: তারিখে জাতীয়করণকৃত 38 (আটত্রিশ) টি এবং 2017 সালে জাতীয়করণকৃত 1 (এক) টি সরকারী প্রাথমিক বিদ্যালয়।} এবং মোট শিক্ষক সংখ্যাঃ 549 জন এবং এদের নিয়েই উপজেলা রিসোর্স সেন্টারের প্রশিক্ষণ কাযক্রম ।